ঢাকার বাইরে উন্নয়ন বলতে আমরা প্রথম যেটি বুঝি তা হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ।এর মানে হচ্ছে সমস্ত মন্ত্রণালয় রাজধানী ঢাকা কেন্দ্রীক।যার ফলে দেশী এবং বিদেশি, মন্ত্রণালয় সম্পর্কিত কাজ নিয়ে সবাই ঢাকাতেই আসে। আরো ব্যবসা বাণিজ্য সম্পর্কিত যত কাজ, তার প্রধান অফিস গুলো সব ঢাকাতে।




ঢাকার বাইরে উন্নয়ন বলতে আমরা বুঝি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং মন্ত্রনালয় গুলো যদি বিভিন্ন বিভাগীয় শহরে প্রতিষ্ঠা করা যায় তবে রাজধানী ঢাকার উপরে যেমন চাপ কমবে, ঠিক তেমন ভাবে বিভাগীয় শহরগুলোতে উন্নতির জোয়ার বয়ে যাবে।
উপরের ছবিতে দেখতে পাচ্ছি রাজশাহী, খুলনা, সিলেট মহানগর কি সুন্দর সাজানো গোছানো।শুধুকি তাই, এমন আরও কিছু বিভাগীয় শহর আছে যে যেগুলোতে এমন দু একটা মন্ত্রনালয় প্রতিষ্ঠা করলে এসব শহরের গুরুত্ব অনেক বেড়ে যেত। সেই সাথে এসব শহরগুলোতে রাতারাতি গুরুত্বপূর্ণ ব্যবসা সংক্রান্ত অফিস বা প্রতিষ্ঠান গুলো স্থাপিত হয়ে যেত। আবার বিদেশি অতিথিদের থাকার জন্য পাঁচ তারকা 🔯 মানের হোটেল মোটেল ও স্থাপিত হতে দেখা যেত। ফলে পুরো এলাকা জুড়ে উন্নয়নের জোয়ার বয়ে যেত।এতে শুধু রাজধানী ঢাকাই নয় অন্য বিভাগীয় শহর গুলো ও নান্দনিক হয়ে উঠতো এবং সমগ্র দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারতো। বিদেশিদের আগমনে কুটির শিল্প ব্যবসায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যেত।সেই সাথে আরো আছে এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের খাবার দাবারের বাহার। বন্ধুরা আরো একটু চিন্তা ভাবনা করে তোমরা তোমাদের মতামত জানাও-ধন্যবাদ।
এমন সুন্দর চিন্তার জন্য লেখক কে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি ইতো অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা,পার্থ এবং ভারতের দিল্লি, কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ ইত্যাদি শহরগুলো কোনটি কোনটার চেয়ে কম উন্নত নয়। তেমনি করে আমাদের দেশের বিভাগীয় শহরগুলোতে যদি দৃশ্যমান উন্নয়ন হয় তবে আপনা আপনিই দেশের উন্নয়ন ও অগ্রগতি কেউ রোধ করতে পারবে না।
শুধু মাত্র মহানগরী ঢাকার উপরে নির্ভরশীল হয়ে পড়ার কারণে, ঢাকা শহর আজ বায়ু দূষণের শীর্ষে অবস্থান করছে। এখানে যেমন জনসংখ্যার চাপ, তেমনি বিদেশি অতিথিদের চাপ। কিছু কিছু সেক্টর এখান থেকে অন্য বিভাগীয় শহরে না পরিবর্তন করলে এ সমস্যা দূর হবে না।