দিন ২৯: স্বাস্থ্যকর্মীদের সম্মান—জীবনের রক্ষক
প্রিয় পাঠকবৃন্দ, শুভেচ্ছা! আজ আমরা স্বাস্থ্যকর্মীদের সম্মান নিয়ে কথা বলব।
কেন এটি জরুরি?
ডাক্তার, নার্সরা আমাদের জীবন বাঁচান। তাদের উন্নতি স্বাস্থ্যসেবার উন্নতি।
কী করতে হবে?
- তাদের প্রশিক্ষণ ও বেতন বাড়ান।
- কর্মপরিবেশ উন্নত করুন।
- সম্মান দিন।
আজকের প্রস্তাব
আজ একজন স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ দিন এবং আমাদের জানান।
শেষ কথা
তারা আমাদের রক্ষক। আপনার মতামত জানান। ধন্যবাদ!
নীরোগ দেহই হচ্ছে সুস্থতা। একজন সুস্থ মানুষ সুস্থ চিন্তা করতে পারে। ফলে সুস্থ মানুষেরাই একটি সুস্থ জাতি গঠন করতে পারে। তথা দেশের উন্নয়ন ঘটাতে পারে। আর এই সুস্থতার জন্য চাই সেবামূলক মানসিকতা সম্পন্ন স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্যকর্মীদের যথাযথ সম্মান ও মর্যাদা দিলে সেবার মান বাড়বে। এবং আমাদের জীবন বাঁচবে। তাদের প্রয়োজনীয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও অর্থনৈতিক স্বাচ্ছন্দ নিশ্চিত করা গেলে সেবা দানে আগ্রহের সৃষ্টি হবে। স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত কর্মপরিবেশ , নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও প্রয়োজন আছে বলে মনে করি। ধন্যবাদ লেখক বন্ধুকে।
আমাদের স্বাস্থ্য কর্মীরা ঝড়,ঝঞ্ঝা সকল প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে নিরলসভাবে আমাদের স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন। কারিগরি অপর্যাপ্ততা হেতু যদি তাদের সেবা প্রদান ব্যাহত হয় আমরা যেন তাদের প্রতি কখনও রূঢ় আচরণ না করি।আমরা যেন তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে সচেষ্ট হই। তাদের বেতন-ভাতাদি যাতে সম্মানজনক হয় সে দিকে আমাদের সবার দৃষ্টি দিতে হবে।এসব নিশ্চিত করতে পারলে স্বাস্থ্যকর্মীরা বিপুল উৎসাহ নিয়ে কাজ করবে।আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত হবে।ধন্যবাদ প্রিয় লেখককে।
শরীর ও মনের সুস্থ অবস্থাকে
বলা হয় স্বাস্থ্য।
আর এই স্বাস্থ্য কে ভালো রাখতে মানুষ যার স্বরনাপর্ন হয়ে থাকে সে ডাক্তার। তার কাছ থেকে ভালো সেবা পেতে হলে, সেই মানুষটির
শরীর ও মন অবশ্যই ভালো থাকতে হবে।এর
জন্য কয়েকটি প্রয়োজনীয় প্রস্তাব নিম্নরূপ:
১) স্বাস্থ্য কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতে হবে।
২) ডাক্তার সাহেবরা শারীরিক ভাবে যাতে
অপমানিত না হয়, সেদিকে নজর রাখতে হবে।
৩) ঔষধের গুনগত মানের দিকে নজর দেওয়ার
প্রয়োজন আছে। নতুবা সঠিক ঔষধ নির্বাচনের পরেও কাঙ্খিত রেজাল্ট পাওয়া যায় না।
৪) ঔষধের গুনগত মান পরীক্ষার জন্য মাঝে মাঝে মনিটরিং এর প্রয়োজন আছে।
৫)এ খাত কে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার প্রয়োজন।
ব্লগার বন্ধুকে অনেক ধন্যবাদ।
জীবন সঠিকভাবে পরিচালনার জন্য বা নীরোগ দেহের জন্য প্রথমেই আমাদের আলোচনা করা প্রয়োজন তারা হচ্ছেন, স্বাস্থ্যকর্মী।
এর মধ্যে অন্যতম হচ্ছে, ডাক্তার, নার্স। এর সাথে সংশ্লিষ্ট আরো যারা নিয়োজিত থাকেন তাদেরকে বুঝিয়ে থাকি।আমরা যদি, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ের দিকে তাকাই,তাহলে কি দেখতে পাই। সে সময়ে সবচেয়ে কঠিন কাজগুলো করে যাচ্ছিল ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেছেন। অনেকে মৃত্যুর কোলেও ঢলে পড়েছেন। তারপরও স্বাস্থ্য কর্মীদের চেষ্টা কিভাবে করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচানো যায়। বাঁচানোর জন্যই স্বাস্থ্য কর্মীদের এই চেষ্টা। অথচ একবারও ভাবছি না তাদের জীবনের নিরাপত্তা কি? তাই স্বাস্থ্য কর্মীদের সম্মান জানানো হচ্ছে, আমাদের অন্যতম কাজ। সেই সাথে তাদের কাজের পরিবেশকেও উন্নত করতে হবে। এছাড়াও উচ্চতর প্রশিক্ষণ ও বেতন ভাতাদি বৃদ্ধি করা একান্তই প্রয়োজন। তা না হলে জীবন মান কখনো উন্নত করা সম্ভব নয়।
আজ এ পর্যন্তই ধন্যবাদ।