Skip to content

দিন ৩০: ঐক্য ও সহযোগিতা—উন্নয়নের শক্তি

দিন ৩০: ঐক্য ও সহযোগিতা—উন্নয়নের শক্তি

প্রিয় পাঠকবৃন্দ, শুভেচ্ছা! ত্রিংশ দিনে আমরা ঐক্য ও সহযোগিতা নিয়ে কথা বলব।
কেন এটি গুরুত্বপূর্ণ?
আমরা একসঙ্গে কাজ করলে অসম্ভব সম্ভব হবে। ঐক্য আমাদের শক্তি।
কী করা যায়?

  • সম্প্রদায়ের সঙ্গে পরিকল্পনা করুন।
  • সহযোগিতায় প্রকল্প শুরু করুন।
  • একে অপরকে উৎসাহ দিন।
    আজকের প্রস্তাব
    আজ একটি গ্রুপ কাজে অংশ নিন এবং আমাদের শেয়ার করুন।
    শেষ কথা
    ঐক্যে আমরা জয়ী হব। আপনার মতামত জানান। ধন্যবাদ!
Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
প্রতাপাদিত্য শর্ম্মা
প্রতাপাদিত্য শর্ম্মা
2 months ago

ঐক্য ও সহযোগিতা একে অন্যের পরিপূরক। আমরা যদি যে কোন বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারি তবেই সহযোগিতার হাত প্রসারিত হবে।আর সহযোগিতা যখন ছড়িয়ে পরবে চারিদিকে তখন আমাদের সমাজ তথা সমগ্র দেশে বিরাজ করবে সুসমতা অর্থাৎ সমগ্র দেশ পরিণত হবে বৈষম্যহীন রাষ্ট্রে। আসুন আমরা সবাই প্রসারিত করি সহযোগিতার হাত, গড়ে তুলি বৈষম্যহীন দেশ। ধন্যবাদ ব্লগার বন্ধুকে এমন চমৎকার উপলব্ধির জন্য।

দেবব্রত রায়
দেবব্রত রায়
2 months ago

কথায় আছে
দশে মিলে করি কাজ
হারি জিতে নাহি লাজ।
বর্তমান এমন একটা পরিস্থিতি মাঝে মাঝেই
বৃষ্টির হানা,আর এ কারণে পাশের ডোবাপুকুর টি পানিতে পূর্ণ হয়ে গেছে এবং ডোবা টি ভরে গেছে কচুরিপানায় ।ভয়একটাই এডিস মশা,যার পরিণাম ডেঙ্গু।এই ভয়াবহ রোগের হাত
থেকে মুক্তি পাওয়া এমন কঠিন কিছু কাজ নয়।
সমমনা কিছু বন্ধু যোগাড় করে সবাই একসাথে
ডোবা টি পরিষ্কার করলে এই ভয়ঙ্কর রোগের
হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এটা একটা সমবায় পরিকল্পনা।
এমন সমবায় পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন চাষাবাদ, মৎস্যপালন, পশু খামার, ফুল চাষ,মধু চাষ ইত্যাদির মাধ্যমে নিজের এবং দেশের
কল্যাণ করা সম্ভব।
এমন সুন্দর চিন্তার জন্য বন্ধুকে ধন্যবাদ।

Tapan Kumar Saha
Tapan Kumar Saha
2 months ago

কথায় আছে–” দশের লাঠি একের বোঝা।” আবার এ কথাও আছে — “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।” এই কথাগুলোর ভিতরে যেই কথাটি অন্তর্নিহিত আছে তা হচ্ছে, আমাদের বন্ধুত্বের ঐক্য। তাই ঐক্য যদি আমরা নিজেদের মধ্যে নিশ্চিত করতে পারি তাহলে, কঠিন থেকে কঠিনতম কাজও আমরা সহজেই করতে পারি। মোটকথা, আমরা নিজেরা যদি স্বনির্ভর হতে পারি তাহলে দেশ স্বনির্ভর হবে। তাই আসুন, সকলে একসাথে মিলেমিশে কাজ করি, ধন্যবাদ।

3
0
Would love your thoughts, please comment.x
()
x