দিন ৩১: শিক্ষার নতুন দিগন্ত
প্রিয় পাঠকবৃন্দ, শুভেচ্ছা! আমাদের যাত্রার একত্রিংশ দিনে আমরা শিক্ষার নতুন দিগন্ত নিয়ে কথা বলব।
কেন এটি জরুরি?
শিক্ষা আমাদের ভিত্তি। আধুনিক শিক্ষা তরুণদের ভবিষ্যৎ প্রস্তুত করবে।
কী করতে হবে?
- অনলাইন শিক্ষা বাড়ান।
- সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তা শেখান।
- শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ দিন।
আজকের প্রস্তাব
আজ একটি নতুন বিষয় শিখুন এবং আমাদের জানান।
শেষ কথা
শিক্ষা আমাদের দিগন্ত খুলবে। আপনার মতামত জানান। ধন্যবাদ!
শিক্ষা আমাদের ভিত্তি এ কথা সবার জানা। কিন্তু মহামারী করনাকালীন সময় থেকে দেখা যাচ্ছে স্বাভাবিক পরাশুনা বা শিক্ষা থেকে শিক্ষার্থীরা একটু দূরে সরে যাচ্ছে। তাদের ভেতর অন্যমনস্কতা লক্ষ্য করা যাচ্ছে।
এদের মানসিক পরিবর্তনের জন্য কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে।যা নিম্নরূপ:
১) অনলাইনে সুন্দর ক্লাস নেয়ার মাধ্যমে
শিক্ষার্থীদের মনে স্থান নেওয়া।
২) বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলো ব্যবহারিক মাধ্যমে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা।
৩) শিক্ষার মাঝে কিছুটা বিনোদনের ব্যবস্থা রাখা, যাতে তাদের মধ্যে একঘেয়েমি না আসে।
৪) শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের এসো নিজে করির মতো কিছু প্রজেক্ট ওদের করতে দিলে,
খুবই আনন্দের সাথে ওরা ঐ কাজে আগ্রহ প্রকাশ করবে।
সুন্দর চিন্তার জন্য বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ
শিক্ষা হচ্ছে, জাতির মেরুদন্ড। তাই যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। একমাত্র শিক্ষাই পারে তরুণদের ভবিষ্যৎ প্রস্তুত করতে।
এ জন্য আমাদের প্রয়োজন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার।
যেমন, মান্দাতার আমলের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে বিশ্বের আপডেট মডেলকে ধারণ করে সৃজনশীলতার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা।
এছাড়াও শিক্ষার্থীদের গবেষণা ভিত্তিক শিক্ষাব্যবস্থাও গড়ে তুলতে হবে। আরও রয়েছে, কারিগরি শিক্ষাব্যবস্থা। এটা উন্নত বিশ্বে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তারা হাতে-কলমে শিক্ষার মূল্যায়ন বেশি গুরুত্ব দিয়ে থাকে। আমাদের এদিকেও নজর দিতে হবে। আরো হতে পারে, অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা।
মোটকথা,কাজগুলি যদি আমরা সূচারুরূপে করতে পারি তাহলে, শিক্ষাই আমাদের নতুন দিগন্ত খুলবে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ ব্লগার কে।
শিক্ষা আমাদের দিগন্ত খুলবে। বন্ধু ব্লগারের এই উত্তম উক্তিটি খুলে দিবে উন্নয়নের নবদ্বার। এ বিষয়ে আমি শতভাগ একমত। একটা সুশিক্ষিত জাতি গঠন করতে হলে প্রতিটি সন্তানকে করতে হবে সুশিক্ষায় শিক্ষিত। আর এজন্য শিক্ষাকে করতে হবে বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর। এমন একটি সুন্দর প্রস্তাবনার জন্য ব্লগারকে অশেষ ধন্যবাদ।
শিক্ষা যে কোনো জাতির উন্নয়নের সোপান।তবে সে শিক্ষার ভীত হতে হবে মজবুত ও দেশপ্রেমমূলক।তবেই জাতি পৌঁছাতে পারবে তার নিদিষ্ট লক্ষ্যে।
শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ বিষয়ে ব্লগার বন্ধুর চিন্তা চেতনা অতি সুন্দর। ধন্যবাদ ব্লগার বন্ধু নজরুলকে এমন চমৎকার একটি বিষয়ে দৃষ্টিপাত করার জন্য।
Education is the back bone of nation it is absolutely right so it should be start in all level of people. In our country a group of people is always away from the light of education need to work in this space like farmer, Labours,Garment workers children, If we can do this all level of people then nation will go ahed together. Thanks to friend Nazrul for your informative writing.