Skip to content

ভ্রমণের অভিজ্ঞতা

প্রিয় পাঠক, শুভেচ্ছা!

আজ তিনটি ছিল শুক্রবার,২৩ মে ২০২৫। গত কয়দিন আগে, স্কুল ও কলেজ জীবনের বন্ধুদের নিয়ে সিদ্ধান্ত নিলাম, এই দিনটিতে আমরা বাংলাদেশ,ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দানবীর ঈশান বাবু’র বাড়িতে দিনব্যাপী ভ্রমণ করব এবং অভিজ্ঞতা সঞ্চয় করব। সেই সাথে আমার পাঠকদের এবং বন্ধুদের সাথে শেয়ার করব। সকাল দশটায় আমরা যাত্রা শুরু করলাম । ফরিদপুর শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে জমিদার ইশান বাবু’র বাড়ি । সেখানে আমাদের বন্ধু, গোবিন্দ বাগচী আমাদের অব্যর্থনায় ছিলেন। প্রায় ৩২+ বন্ধুদের নিয়ে দিনব্যাপী আড্ডা, গল্প, গান এবং ঈশান বাবু’র সম্পর্কে তার নাতি’র স্মৃতিচারণ শুনতে পেলাম।

জানতে পারলাম :- ঈশান বাবু এতই বেশি দানবীর ছিলেন যে, ফরিদপুর শহরে তার নিজ নামীয় শিক্ষা প্রতিষ্ঠান ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় বিশ একর জমি দান করেছেন এবং অম্বিকাপুর ঈশান মেমোরিয়াল হল, যা ফরিদপুরের সদরের চৌরঙ্গীর মোরে তৈরি করে গিয়েছেন। এছাড়াও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে জমি দান করে গিয়েছেন। আমরা বন্ধুরা মিলে এই দানবীর সম্পর্কে জানতে পারলাম এবং তার ঐতিহ্যবাহী বাড়ি পরিদর্শন করলাম। সেই সাথে তাদের উত্তরসূরী সকলের সাথে করমর্দন শেষে স্মৃতি হিসেবে বেশ কয়েকটি ছবি তুললাম,যা তোমাদের জন্য শেয়ার করলাম।

বন্ধুরা, তোমরা যদি ফরিদপুর শহরে আসো এবং ঈশান গোপালপুরে,র জমিদার বাড়িতে ভ্রমণ করতে যাও, তাহলে আমার বিশ্বাস- তুমি হয়তো সারাদিনই সেখানে কাটাতে পারবে এবং শিক্ষনীয় অনেক কিছুই অর্জন করতে পারবে। তাহলে, আর দেরি কেন? ভ্রমণের বিষয়টি শেয়ার করা হলো, যাতে আমার বন্ধুরা অনুপ্রাণিত হয়। তোমাদের মতামতের আশায় থাকলাম। ধন্যবাদ।

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x