বাংলাদেশ কে বলা হয় পর্যটনের দেশ।আর কয়েকটি জেলা শহর পর্যটনের জন্য অতুলনীয়। হজরত শাহজালাল ও শাহপরানের পূর্ণ ভূমি সিলেট এমন একটা শহর। মাজার দুটি ছাড়াও আরো কতো কি আছে এই পূর্ণ ভূমি তে। ভোলাগঞ্জ সাদা পাথর অঞ্চল এর একটি। তাঁর সচিত্র প্রতিবেদনের একটি ভিডিও নীচে দেওয়া হলো। আমার দৃঢ় বিশ্বাস ভিডিও টি অনেকের পছন্দ হবে এবং সেই সাথে ভ্রমণের জন্য যায়গা টিকে অনেকেই পছন্দের তালিকায় রাখবে।এই পছন্দের যায়গায় যদি ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা থেকে পর্যটক আসতে শুরু করে তবে দেশ হবে লাভবান। বন্ধুরা তোমরা কি মনে করছো-? কমেন্ট বক্সে জানাও
লেখক তার পর্যটন নিয়ে সিলেটের সাদা পাথরের যে ভিডিও তার লেখায় প্রকাশ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তার জন্য শুভকামনা থাকলো অবিরাম।
সুন্দর স্পটে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। এমন সুন্দর স্পট কিন্তু বাংলাদেশে অনেক আছে। ব্লগার তার লেখায় সেটাই জানাতে চেয়েছেন। আমাদের এই সুন্দর স্পট গুলো যদি বিদেশীদের দৃষ্টি গোচরে আনা যায় তবে ভেবে দেখুন তো দেশ কতো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। সুন্দর চিন্তার জন্য ব্লগার কে ধন্যবাদ।