Skip to content

টেলিমেডিসিন গ্রামীণ স্বাস্থ্য সেবায় বিপ্লব

বন্ধুরা মনে মনে একটু চিন্তা করুন, আপনি বাংলাদেশের এমন একটি প্রত্যন্ত অঞ্চলে আছেন, যেখানে আপনি অথবা আপনার পরিবারের একজন মানুষ অসুস্থ হলে ডাক্তারি সেবা পাওয়া অত্যন্ত দুরুহ। চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন অসহায় মানুষগুলো বিনা চিকিৎসায় কিভাবে ধুঁকে ধুঁকে জীবন প্রদীপ নিভে যাচ্ছে।
কিন্তু বর্তমানে আমরা এমন একটি ইলেকট্রনিক মিডিয়ার যুগে বাস করছি, যেখানে হাতে একটা এন্ড্রয়েড মোবাইল ও ইন্টারনেট সুবিধা থাকলে অল্প সময়ের মধ্যে দেশের নামকরা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মহোদয় গনের সাথে অসুখ পর্যালোচনা করা যায় এবং আরো এক ধাপ এগিয়ে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলের সাহায্যে সরাসরি ডাক্তার সাহেবের সাথে সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করে সমস্যার সমাধান করা যায়।

ছবিতে এমন একজন ডাক্তার সাহেব কে আমরা দেখতে পাচ্ছি, তার সম্পর্কে বিস্তারিত বলার প্রয়োজন নেই,কারন যারা তার সান্নিধ্য পেয়েছেন তারা একবাক্যে স্বীকার করবেন তিনি তাদের কাছে ভগবান সমতুল্য। তিনি আর কেউ নন, অমায়িক ব্যবহার গুণের অধিকারী নিউরো মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কাজী দ্বীন মোহাম্মদ। যারা তাকে চেনে,জানে সবাই এক বাক্যে স্বীকার করবেন রোগী ডাক্তারের কাছে পৌঁছুতে পৌঁছুতেই অনেক রোগীর মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, এতোটাই চাপ ডাক্তার সাহেবের কাছে, কিন্তু একবার পৌঁছুতে পারলে উপকার হবে,এ কথা নিশ্চিত করে বলা যায়।

এমনটি আরো কয়েকজন ডাক্তার সাহেবের নাম এখনে উল্লেখ না করলেই নয়, যেমন প্রফেসর আজাদ খান, প্রফেসর প্রান গোপাল দত্ত , প্রফেসর মহিউদ্দীন, প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস।এই সব ডাক্তার সাহেবদের সরাসরি এখন না পাওয়া গেলেও টেলিমেডিসিনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ এবং সুবিধা নেওয়া সম্ভব।

এই টেলিমেডিসিনের যুগে শুধুই কি দেশের বিখ্যাত স্বনামধন্য ডাক্তার সাহেবরা, এই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সিঙ্গাপুর, চেন্নাই, থাইল্যান্ড, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের সব বিখ্যাত ডাক্তার সাহেবদের সাথে যোগাযোগের মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হচ্ছে। মনে মনে চিন্তা করলে, অনুধাবন করা যায় স্বশরীরে হাজির হয়ে এসব ডাক্তারের কাছে চিকিৎসা সেবা পাওয়া কতটা ব্যায়বহুল, সেখানে 💸 টেলিমেডিসিনের কল্যাণে নাম মাত্র খরচে মানুষ এখন এ সুবিধা নিতে পারছে,যা একটি বৈপ্লবিক যুগের অবতারণা। বন্ধুদের সুন্দর মতামতের অপেক্ষায় রইলাম।

Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Arko Biswas
Arko Biswas
1 month ago

অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ।

Soma ghosh
Soma ghosh
28 days ago

লেখক কে ধন্যবাদ।এমন সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য।

Rose
Rose
24 days ago

টেলিমেডিসিন আসলেই বাংলাদেশের জনগণের জন্য আশির্বাদ স্বরুপ। অর্থের অভাবে কতো মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পৌঁছুতে পারে না। কিন্তু এই টেলিমেডিসিন তাদের সে সুযোগ করে দিয়েছে। ব্লগার বন্ধু বিষয় টি অনুধাবন এবং উপস্থাপন করার জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।

3
0
Would love your thoughts, please comment.x
()
x