Skip to content

দিন ২: শিক্ষার মাধ্যমে উন্নয়ন

দিন ২: শিক্ষার মাধ্যমে উন্নয়ন

প্রিয় পাঠকবৃন্দ, শুভেচ্ছা! গতকাল আমরা একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। আজ আমরা আলোচনা করব—কীভাবে শিক্ষা আমাদের দেশকে এগিয়ে নিতে পারে। আমরা বিশ্বাস করি, শিক্ষা হলো উন্নয়নের ভিত্তি। একটি শিক্ষিত জাতিই সমৃদ্ধ হতে পারে।

শিক্ষার গুরুত্ব
বাংলাদেশে শিক্ষার হার বেড়েছে—প্রায় ৭৫% মানুষ এখন সাক্ষর। কিন্তু শুধু সাক্ষরতা যথেষ্ট নয়। আমাদের প্রয়োজন দক্ষতা-ভিত্তিক শিক্ষা, যা তরুণদের কাজের জন্য প্রস্তুত করবে। আজকের বিশ্বে প্রযুক্তি, বিজ্ঞান, এবং উদ্যোক্তার দক্ষতা শিখতে হবে। শিক্ষা যদি আমাদের শক্তি হয়, তবে আমরা বেকারত্ব কমিয়ে অর্থনীতি শক্তিশালী করতে পারি।

কী করা দরকার?

  • আধুনিক পাঠ্যক্রম: স্কুলে কোডিং, ডিজিটাল দক্ষতা, আর সমস্যা সমাধানের শিক্ষা যোগ করতে হবে।
  • প্রশিক্ষণ কেন্দ্র: গ্রামে ও শহরে ভোকেশনাল ট্রেনিং সেন্টার গড়ে তুলতে হবে।
  • শিক্ষকদের উন্নতি: শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষার মান বাড়াতে হবে।

আজকের প্রস্তাব
আপনি আজ একটি ছোট কাজ করতে পারেন। আপনার এলাকার একটি শিশু বা তরুণকে একটি নতুন জিনিস শেখান—যেমন একটি শব্দ, গণিত, বা ইন্টারনেট ব্যবহার। আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন।

শেষ কথা
শিক্ষা আমাদের ভবিষ্যৎ। একজন শিক্ষিত মানুষ একটি পরিবারকে, একটি গ্রামকে, এমনকি একটি দেশকে বদলে দিতে পারে। আগামীকাল আমরা অর্থনৈতিক বৈচিত্র্য নিয়ে কথা বলব। আপনার মতামতের অপেক্ষায় আছি। ধন্যবাদ!

Subscribe
Notify of
guest
5 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Tapan Kumar Saha
Tapan Kumar Saha
3 months ago

লেখক এর দ্বিতীয় দিনের কর্মসূচি হচ্ছে -শিক্ষার মাধ্যমে উন্নয়ন। এটা সর্বজন স্বীকৃত। শিক্ষা ব্যতীত কোন জাতি উন্নতি ঘটাতে পারে না। বর্তমানে আমাদের দেশে ৭৫ % শিক্ষার হার হলেও প্রকৃত শিক্ষার অভাব দেশে বিদ্যমান।
আমরা বন্ধুরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, কলেজে পড়তাম সেই সময়কার পড়াশোনার মান এখন নেই।কারণ তখন শিক্ষক এবং ছাত্রের একটা সমন্বয় ছিল।
যদিও বর্তমানে সমস্ত কিছুই ডিজিটাল, শিক্ষার ক্ষেত্রেও ডিজিটাল। এই উন্নয়নের ব্যাপারে আমি আমার পাশের বাড়ির ছেলেকে জিজ্ঞাসা করলাম, শিক্ষার মানের গুরুত্ব দিন দিন কমছে কেন? প্রতি উত্তরে বলে, স্কুলগামী বাচ্চাদের হাতে মোবাইল কখনোই দেয়া ঠিক নয়। কারণ এই প্রযুক্তি তারা ভালো দিক না নিয়ে,খারাপ দিকে চলে যাচ্ছে। আর এই শিক্ষা পরিবার থেকেই নিতে হবে। প্রযুক্তি যদি ভালো দিকে ধাবিত হয়,তাহলে উন্নয়ন ঘটানো এখন সময়ের ব্যাপার মাত্র। আজ,এই পর্যন্তই।
লেখকের সুন্দর লেখার জন্য আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

Nimai Biswas
Nimai Biswas
3 months ago

আমরা যে ৭৫%শিক্ষিতের কথা বলি আমার মনে এটা কাগজে কলমে শিক্ষা। আসলে আমাদের দেশের জন্য দরকার হাতে কলমে শিক্ষা। সাথে সাথে নৈতিক শিক্ষা। এবং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা। আমাদের সময়ে যেমন আমরা বড়ো হয়েছি।জাতি ধর্ম নির্বিশেষে বন্ধু হিসেবে। এখনকার শিক্ষার ফলাফল অনেকেই জিপিএ ৫/এ++পাচ্ছে। কিন্তু বেশির ভাগ শিক্ষার্থীই আত্মকেন্দ্রিক। ফলে তারা দেশ ও জাতির ভবিষ্যৎ উজ্জ্বল না করে নিজের ভবিষ্যৎ কে বেশি উজ্জ্বল করে তুলছে। মোটা কথা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সবার মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে।

uttam Kumar saha
uttam Kumar saha
2 months ago

লেখকের ভাষায় শিক্ষা হলো একটি জাতির উন্নয়ন এর মুলভিত্তি এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা যা তরুণদের কাজের জন্য প্রস্তুত করবে এই কথাটি একেবারেই অনস্বীকার্য। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট পরিচালনা করি। সেই সুবাদে অনেক তরুন শিক্ষার্থী কম্পিউটার ট্রেনিং নিয়ে নিজের কর্ম সংস্থান তৈরি করে নিয়েছে। আমার মতামত হলো বাংলাদেশে কারিগরি শিক্ষা ও কৃষি শিক্ষার উপর আরও অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। লেখকের প্রস্তাব অনুযায়ী আজকে আমি এক শিক্ষার্থীকে ইন্টারনেট ব্যবহার শিখালাম। শিক্ষার্থী বুঝল এবং প্রশ্ন করল স্যার খারাপ ওয়েব সাইটগুলোতে যদি বয়সের একটা বার থাকতো তাহলে তরুণ শিক্ষার্থীরা সাইটগুলো ব্রাউজ করতে পারতো না। ধন্যবাদ লেখককে তার উন্নত মানসিকতার জন্য। আশাকরি আমাদের স্বপ্ন সফল হবেই।

5
0
Would love your thoughts, please comment.x
()
x