Skip to content

দিন ৬: ডিজিটাল বাংলাদেশ—ভবিষ্যতের পথ

দিন ৬: ডিজিটাল বাংলাদেশ—ভবিষ্যতের পথ

প্রিয় পাঠকবৃন্দ, শুভেচ্ছা! আমাদের উন্নত বাংলাদেশ গড়ার যাত্রায় আমরা ষষ্ঠ দিনে পৌঁছেছি। আজকের বিষয়—ডিজিটাল বাংলাদেশ। প্রযুক্তি আমাদের জীবনকে বদলে দিচ্ছে। আমরা যদি এই শক্তিকে কাজে লাগাতে পারি, তবে আমাদের অর্থনীতি, শিক্ষা, আর জীবনযাত্রা আরও উন্নত হবে।

ডিজিটাল বাংলাদেশ কেন জরুরি?
ইন্টারনেট এখন গ্রামেও পৌঁছেছে। মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যবসা, আর ই-লার্নিং আমাদের সম্ভাবনা বাড়িয়েছে। কিন্তু এখনও অনেকের প্রযুক্তির সুযোগ নেই। আমরা যদি সবাইকে ডিজিটাল দুনিয়ায় নিয়ে আসতে পারি, তবে বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবে। উদাহরণস্বরূপ, আইটি খাত থেকে আমরা বছরে ১ বিলিয়ন ডলার আয় করছি—এটি আরও বাড়তে পারে।

কী করা দরকার?

  • গ্রামে ইন্টারনেট সংযোগ বাড়ান।
  • তরুণদের ডিজিটাল দক্ষতা শেখান, যেমন কোডিং বা অনলাইন মার্কেটিং।
  • সরকারি সেবা অনলাইনে আরও সহজ করুন।

আজকের প্রস্তাব
আজ একজনকে ডিজিটাল কিছু শেখান—যেমন মোবাইলে পেমেন্ট করা বা ইন্টারনেটে তথ্য খোঁজা। আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন।

শেষ কথা
ডিজিটাল বাংলাদেশ আমাদের দরজায় কড়া নাড়ছে। আসুন, এই সুযোগ গ্রহণ করি। আগামীকাল আমরা নতুন বিষয় নিয়ে ফিরব। আপনার মতামতের অপেক্ষায় আছি। ধন্যবাদ!

Subscribe
Notify of
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দেবব্রত রায়
দেবব্রত রায়
3 months ago

ব্লগারের দৃষ্টি আকর্ষণ করছি। লেখাটি ইস্কিনে থাকছে না কেন?

দেবব্রত রায়
দেবব্রত রায়
3 months ago

সুন্দর চিন্তার জন্য ধন্যবাদ

Tapan Kumar Saha
Tapan Kumar Saha
3 months ago

ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে ক্ষুদ্র মতামত—
যদি আমরা করোনা মহামারির বিষয় উল্লেখ করি, তখন আমরা কি দেখতে পাই। যখন গোটা বিশ্ব টালমাটাল,ঠিক তখনই পরিস্থিতি মোকাবিলায় এমনকি উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছিল, তখনো সরকারের বিভিন্ন ডিজিটাল উদ্যোগ মানুষকে দেখিয়েছে নতুন পথ। করোনাকালে ভার্চ্যুয়াল সভা, বৈঠক, আদালতের কার্যক্রম, বিজনেস কনটিনিউটি প্ল্যান অনুসারে অফিস, ব্যবসা-বাণিজ্যের কার্যক্রমসহ প্রায় সবকিছুই চলমান রাখা হয়। এমনকি শিক্ষাক্ষেত্রেও ভার্চুয়াল জুম মিটিং এর মাধ্যমে শিক্ষকদের শিক্ষা বার্তা ছাত্রদের মাঝে তুলে ধরা হয়।।।। মহামারির মধ্যেও প্রযুক্তির সহায়তায় ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কার্যক্রম চালু থাকায় তা আমাদের জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখছে। প্রযুক্তির সহায়তায় করোনা সচেতনতা, বিভিন্ন দিকনির্দেশনা, স্বাস্থ্যসেবাসহ সব ধরনের সেবা দেশের কোটি মানুষের কাছে পৌঁছে গেছে।আজ এ পর্যন্তই।
ব্লগারের লেখা অনেক সুন্দর।তার সাথে আমার কিছু ক্ষুদ্র মতামত বিনিময় করাই আমার মূল লক্ষ্য। ধন্যবাদ।

Uttam Kumar saha
Uttam Kumar saha
2 months ago

ডিজিটাল বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ উন্নয়নের পথ লেখকের এই চিন্তা ভাবনাকে আমি স্বাগত জানিয়ে আজকে সামান্য মন্তব্য করতে চাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম দিকে যে সকল ক্ষুদ্র উদ্যক্তরা ডিজিটাল তথা কম্পিউটার ট্রেনিং সেন্টারের মাধ্যমে মৌলিক ও বড় পরিসরে ডিজিটাল তথা কম্পিউটার শিক্ষা প্রদান করে আসছেন এবং অদ্যাবধি পর্যন্ত করে যাচ্ছেন তাদেরকে রাষ্ট্র এবং সামাজিকভাবে সে ধরনের কোনো সহায়তা প্রদান করা হচ্ছে না বলে মনে করি। সহযোগীতা করলে হয়তো ডিজিটাল বাংলাদেশের প্রকৃত স্বাদ দ্রুত পাইতে পারতাম। এখনো আমরা যদি গ্রাম থেকে শহর পর্যন্ত প্রকৃত ডিজিটাল শিক্ষা দিতে পারি তাহলে এর ফলিত দিকটাও সুন্দরভাবে পাবো তথা দেশের উন্নয়ন ঘটাতে সক্ষম হবো। লেখক বন্ধুকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

4
0
Would love your thoughts, please comment.x
()
x