Skip to content

দিন ৯: যুবশক্তির ক্ষমতায়ন—ভবিষ্যতের নেতৃত্ব

দিন ৯: যুবশক্তির ক্ষমতায়ন—ভবিষ্যতের নেতৃত্ব

প্রিয় পাঠকবৃন্দ, শুভেচ্ছা! আমাদের যাত্রার নবম দিনে আমরা কথা বলব যুবশক্তির ক্ষমতায়ন নিয়ে। বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ। এই শক্তিকে কাজে লাগালে আমরা উন্নয়নের নতুন দিগন্ত খুলতে পারি।

কেন যুবশক্তি গুরুত্বপূর্ণ?
তরুণরা উদ্ভাবনী, সৃজনশীল, আর পরিবর্তনের জন্য উন্মুখ। কিন্তু বেকারত্ব, শিক্ষার অভাব, আর সুযোগের স্বল্পতা তাদের পিছিয়ে রাখছে। তাদের দক্ষ করে তুললে আমাদের অর্থনীতি ও সমাজ এগিয়ে যাবে।

কী করতে হবে?

  • দক্ষতা প্রশিক্ষণ বাড়ান, যেমন আইটি বা উদ্যোক্তা প্রশিক্ষণ।
  • তরুণদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করুন।
  • তাদের স্বপ্নকে উৎসাহ দিন।

আজকের প্রস্তাব
আজ একজন তরুণকে তার লক্ষ্য সম্পর্কে জিজ্ঞেস করুন এবং তাকে একটি পরামর্শ দিন। তার গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন।

শেষ কথা
যুবশক্তি আমাদের ভবিষ্যৎ। তাদের এগিয়ে নিলে বাংলাদেশ এগিয়ে যাবে। আগামীকাল আমরা নতুন বিষয় নিয়ে আসব। আপনার মতামত জানান। ধন্যবাদ!

Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
প্রতাপাদিত্য শর্ম্মা
প্রতাপাদিত্য শর্ম্মা
3 months ago

জনাব নজরুল এর চিন্তা চেতনার সাথে আমি সহমত পোষণ করছি। প্রশিক্ষণ এর মাধ্যমে আমাদের যুব সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করতে পারলে আমাদের যুবকরা চাকুরির জন্য অপেক্ষা না করে নিজেরাই উদ্দোক্তা হয়ে অন্যকে চাকুরি দিতে সক্ষম হবে। আর এভাবেই দেশ হবে সম্পূর্ণ স্বনির্ভর। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে সেই প্রচেষ্টায় ব্রতী হই।

দেবব্রত রায়
দেবব্রত রায়
3 months ago

যুব শক্তি দেশের ভবিষ্যৎ।যুবক দের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে, এদের হাত ধরে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে।

Uttam Kumar saha
Uttam Kumar saha
2 months ago

দক্ষতা প্রশিক্ষণের সাথে যদি তরুণদের চাকুরীতে প্রবেশের মোটামুটি নিশ্চিতকরণ করা যায় তাহলে দক্ষতা প্রশিক্ষণে তরুণদের আগ্রহের সৃষ্টি হবে। এক্ষেত্রে দেশের ধনীদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্র থেকেও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। উদ্যোক্তা হিসেবে যুব তথা তরুণদের সৃষ্টি করতে গেলে প্রতিষ্ঠান বান্ধব সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বলে মনে করি। আশা রাখি আমাদের যুব সমাজ তাদের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ লেখক বন্ধুকে।

3
0
Would love your thoughts, please comment.x
()
x