Skip to content

দিন ১২: বিদ্যুৎ ও শক্তির ভবিষ্যৎ

দিন ১২: বিদ্যুৎ ও শক্তির ভবিষ্যৎ

প্রিয় পাঠকবৃন্দ, শুভেচ্ছা! আজ আমরা কথা বলব বিদ্যুৎ ও শক্তি নিয়ে।
কেন এটি গুরুত্বপূর্ণ?
শিল্প, শিক্ষা, আর জীবনযাত্রার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দরকার। আমরা এখনও জ্বালানি আমদানির উপর নির্ভর।
কী করা যায়?

  • সৌর ও বায়ু শক্তিতে বিনিয়োগ বাড়ান।
  • শক্তি সাশ্রয়ী যন্ত্র ব্যবহার করুন।
  • গ্রামে বিদ্যুৎ পৌঁছান।
    আজকের প্রস্তاب
    আজ একটি শক্তি সাশ্রয়ী অভ্যাস শুরু করুন, যেমন অপ্রয়োজনীয় আলো বন্ধ করা। আমাদের জানান।
    শেষ কথা
    শক্তি আমাদের গতি দেবে। আপনার মতামতের অপেক্ষায় আছি। ধন্যবাদ!

Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দেবব্রত রায়
দেবব্রত রায়
2 months ago

বারো তম দিনে সুন্দর একটা বিষয় নির্বাচনের জন্য বন্ধুকে ধন্যবাদ।
বিদ্যুৎ একটি শক্তিতো বটেই এবং এটি দেশের জন্য একটি অপরিহার্য উপাদান।এটি ছাড়া এখন আমরা কল কারখানা, শিক্ষা গবেষণা, চিকিৎসা, অফিস, আদালত সব কিছুই যেন অচল।তাই বিদ্যুৎ শক্তি উৎপাদনেওব্যবহারে কয়েকটি প্রস্তাব;
১) সৌরশক্তি পরিবেশ বান্ধব তাই এটিতে অধিক বিনিয়োগ করে এবং বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
২) ময়লা আবর্জনা ও বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নিতে হবে।
৩) পারমাণবিক চুল্লি স্থাপনের মাধ্যমে অফুরন্ত
বিদ্যুৎ উৎপাদনে বিদেশি বন্ধুদের আকৃষ্ট করতে হবে।
৪)কয়লা ও তেল থেকে বিদ্যুৎ উৎপাদন নিরুৎসাহিত করতে হবে।
এভাবে আমরা যদি বেশি বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারি তবে এই শক্তি কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখা সম্ভব ।

Tapan Kumar Saha
Tapan Kumar Saha
2 months ago

বিদ্যুৎ হচ্ছে এমন একটি শক্তি, যেই শক্তিবিহীন আমরা এখন কোন কিছুই কল্পনা করতে পারি না।যেমন, শিক্ষা ব্যবস্হা, ব্যাংকিং ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য প্রায় সকল ক্ষেত্রেই বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন ভাবে সরবরাহ প্রয়োজন। কিন্তু সেই তুলনায় এখনো পর্যন্ত আমরা বাইরের দেশ থেকে বিদ্যুৎ আমদানি করতে হয়।
অতএব, বিদ্যুৎ শক্তি বলতে সেই শক্তিকে বুঝি, যা প্রকৃতির অবিরাম প্রক্রিয়ায় পুনরায় উৎপাদিত হয় এবং এই শক্তি স্বল্প সময়ের ব্যবধানে পুনর্ব্যবহার করা যায়, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এবং বায়োগ্যাস।
জলবায়ু পরিবর্তনের হুমকি ও বিদ্যুৎ চাহিদা মেটাতে বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রচুর সম্ভাবনা থাকলেও, একাধিক চ্যালেঞ্জ এই খাতে বাধা সৃষ্টি করছে। সময় সল্পতার কারণে আরো কিছু লেখার ইচ্ছা ছিল কিন্তু আজ এই পর্যন্তই আমার মতামত রইল।
ধন্যবাদ।

Uttam Kumar saha
Uttam Kumar saha
2 months ago

শক্তি আমাদের গতি দিবে লেখকের এই স্লোগানটি অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য জ্বালানি শক্তির পূর্ণ সক্ষমতা অতি জরুরি। বর্তমান ও ভবিষ্যতেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে গেলে দেশের বিদ্যুৎ শক্তির উপর গুরুত্ব দিতে হবে। তাহলেই উন্নতির চরম শিখড়ে উঠা সম্ভব বলে মনে করি। এক্ষেত্রে প্রয়োজন আমাদের দেশের জন্য লেখকের ভাবনা অনুযায়ী সৌর ও বায়ু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা। পাশাপাশি শক্তি সাশ্রয়ী ডিভাইসের ব্যবহার ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারের অভ্যাস গড়ে তোলা। তাহলেই আমরা বিদ্যুৎ ও জ্বালানি শক্তিতে স্বয়ংসম্পন্ন হতে পারবো তথা দেশের উন্নয়ন ঘটাতে সক্ষম হব। ধন্যবাদ লেখক বন্ধুকে।

3
0
Would love your thoughts, please comment.x
()
x