Skip to content

দিন ১৪: পানি ব্যবস্থাপনা—জীবনের ভিত্তি

দিন ১৪: পানি ব্যবস্থাপনা—জীবনের ভিত্তি

প্রিয় পাঠকবৃন্দ, শুভেচ্ছা! আজ আমরা পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব।
কেন এটি গুরুত্বপূর্ণ?
বন্যা, খরা, আর দূষণ আমাদের পানির সমস্যা বাড়াচ্ছে। পরিচ্ছন্ন পানি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
কী করা যায়?

  • বৃষ্টির পানি সংরক্ষণ করুন।
  • নদী দূষণ বন্ধ করুন।
  • সেচে পানি সাশ্রয় করুন।
    আজকের প্রস্তাব
    আজ পানি বাঁচানোর একটি উপায় শুরু করুন, যেমন কম পানিতে গোসল। আমাদের জানান।
    শেষ কথা
    পানি রক্ষা মানে জীবন রক্ষা। আপনার মতামতের অপেক্ষায়। ধন্যবাদ!
Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
প্রতাপাদিত্য শর্ম্মা
প্রতাপাদিত্য শর্ম্মা
2 months ago

“বিশুদ্ধ পানির অপর নাম জীবন” এ কথাটি আমাদের সবার জানা।আসুন আমরা সবাই পানি দূষণ রোধে ও পানির অপচয় রোধে সচেষ্ট হই।

দেবব্রত রায়
দেবব্রত রায়
2 months ago

আমরা জানি পৃথিবীর তিন ভাগ জল আর একভাগ স্হল।এই পানি ছাড়া আমরা বাঁচতে পারিনা। প্রাণীকুলের জন্য প্রয়োজন বিশুদ্ধ পানির।তাই যে সব যায়গা থেকে পানি দুষিত হয়
সেদিকে নজর দিতে হবে এবং সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।

Uttam Kumar saha
Uttam Kumar saha
2 months ago

নদীমাতৃক দেশ বাংলাদেশ।অথচ আমাদের দেশেই পানি সংকটের মত অবস্থা দাঁড়িয়ে গিয়েছে। বিশেষকরে বিশুদ্ধ পানি ও নিত্য নৈমিত্তিক ব্যবহার্য পানির সংকট। কৃষিকাজের সেচ ব্যবস্থার দরুন ভূগর্ভস্থ পানির উপরে চাপ বাড়ছে। ফলে পানির স্তর নীচের দিকে নেমে যাচ্ছে বলে ধারণা করা হয়। সঠিক পানি ব্যবস্থাপনা করতে হলে নদী খননের মাধ্যমে নদীর নাব্যতা ফিরেয়ে আনতে হবে। বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার জন্য লেখকের মতানুসারে বৃষ্টির পানি সংরক্ষণ একটি ফলপ্রসূ প্রক্রিয়া। শিল্প কলকারখানার বর্জ্য নদীতে না ফেলার কার্যকর আইনগত ব্যবস্থা করতে পারলে পানি রক্ষা পাবে তথা জীবন রক্ষা পাবে এবং দেশের উন্নয়ন ঘটবে। ধন্যবাদ লেখক বন্ধুকে।

3
0
Would love your thoughts, please comment.x
()
x