Skip to content

দিন ১৫: সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার

দিন ১৫: সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার

প্রিয় পাঠকবৃন্দ, শুভেচ্ছা! আজ আমরা সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কথা বলব।
কেন এটি জরুরি?
আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়। এটি পর্যটন বাড়াতে ও জাতীয় গর্ব বৃদ্ধিতে সাহায্য করে।
কী করতে হবে?

  • স্থানীয় উৎসব প্রচার করুন।
  • হস্তশিল্প ও লোকসংগীত রক্ষা করুন।
  • তরুণদের ঐতিহ্য শেখান।
    আজকের প্রস্তাব
    আজ একটি স্থানীয় ঐতিহ্য সম্পর্কে জানুন বা শেয়ার করুন। আমাদের বলুন।
    শেষ কথা
    সংস্কৃতি আমাদের শক্তি। আপনার মতামত জানান। ধন্যবাদ!
Subscribe
Notify of
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Tapan Kumar Saha
Tapan Kumar Saha
2 months ago

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রচার করতে গেলে এর কথা বলে শেষ করা অসম্ভব। কারণ, আমাদের দেশের জাতি হচ্ছে, সংকর জাতি। এ কারণে একেক জাতির একেক ধরনের সংস্কৃতি। যেমন, বাঙালিদের এক ধরনের সংস্কৃতি। আবার,উপজাতিদের আর এক ধরনের সংস্কৃতি।
এই সংস্কৃতি যদি সঠিক ভাবে তুলে ধরা যায় বিশ্বের বুকে তাহলে, পর্যটন খাতকে বেশি গুরুত্ব দিতে হবে।আর এই পর্যটন খাত যদি উন্নত হয়, তাহলে দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য বিশ্বের দরবারে তুলে ধরা দ্রুত সম্ভব।
ধন্যবাদ।

দেবব্রত রায়
দেবব্রত রায়
2 months ago

সংস্কৃতি আমাদের মনের খোরাক জোগায়। তারপর যদি সেটা হয় স্থানীয়ভাবে আয়োজন তবে এর গুরুত্ব অনেক বেশি।
এ প্রসঙ্গে আমরা বলতে পারি জসীম পল্লী মেলার কথা। জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হতো এ মেলা, বিভিন্ন স্টল থেকে শুরু করে পুতুল নাচ, সার্কাস, যাত্রা, নাগরদোলা সহ আরো
কতো পল্লী অনুষ্ঠানের সমোরহ।যা মানুষের মধ্যে যোগাতো অনেক উৎসাহ ও উদ্দীপনা।
এর সাথে জড়িয়ে আছে অর্থোনৈতিক ব্যাপার এবং পর্যটক। আমরা দেখেছি কত বিদেশি পর্যটকদের আসতে এ মেলায়। কিন্তু এখন এ মেলা প্রায় বন্ধের পথে।
তাই এ বিষয়গুলো মাথায় রেখে এমন বিভিন্ন ইভেন্টে সাজানো মেলা গুলো যাতে সুন্দর ভাবে হতে পারে সে দিকে নজর দেয়া উচিত। এতে দেশ ও জাতি উপকৃত হবে।
ব্লগার বন্ধুকে অনেক অনেক

প্রতাপাদিত্য শর্ম্মা
প্রতাপাদিত্য শর্ম্মা
2 months ago

একটি দেশের সংস্কৃতি, তার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসার এ দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। এ বিষয়ে ব্লগার এর মতের সাথে ঐক্যমত পোষণ করছি।

Uttam Kumar saha
Uttam Kumar saha
2 months ago

বাঙালি সংস্কৃতি আমাদের হাজার বছরের ঐতিহ্যের ধারক ও বাহক। সভ্য সমাজের প্রায় প্রতিটি উপাদানই আছে আমাদের সংস্কৃতিতে। খাদ্যাভ্যাস থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, আতিথিয়েতা, পারিবারিক বন্ধন, আন্তরিকতা, বিপদে একে অপরের পাশে দাঁড়ানো, সংঘবদ্ধভাবে সামাজিক ও সাংস্কৃতিক উৎসব পালন এযেন আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। লোকসংগীত হচ্ছে আমাদের মনের খোরাক। এটি রক্ষা করা সমাজের নৈতিক দায়িত্ব। এছাড়াও রয়েছে আমাদের ঐতিহ্যগত নৃতাত্ত্বিক নিদর্শনসমূহ যা পর্যটকদের আকর্ষণ করে প্রতিনিয়ত। সর্বোপরি আমাদের প্রাকৃতিক পরিবেশটাই একটি ঐতিহ্যগতভাবে মনোরম যা পৃথিবীর প্রতিটি মানুষকে আকর্ষণ করতে সক্ষম। লেখকের প্রতি অফুরান ভালবাসা রইল।

4
0
Would love your thoughts, please comment.x
()
x