দিন ১৯: গ্রামীণ উন্নয়ন—মূল শক্তির জাগরণ
প্রিয় পাঠকবৃন্দ, শুভেচ্ছা! আজ আমরা গ্রামীণ উন্নয়ন নিয়ে কথা বলব।
কেন এটি জরুরি?
গ্রামে আমাদের বেশিরভাগ মানুষ বাস করে। তাদের উন্নতি ছাড়া দেশ এগোবে না।
কী করতে হবে?
- গ্রামে শিক্ষা ও স্বাস্থ্য বাড়ান।
- কৃষি ও ছোট শিল্পে বিনিয়োগ করুন।
- সড়ক ও বিদ্যুৎ পৌঁছান।
আজকের প্রস্তাব
আজ গ্রামের একটি সমস্যা চিহ্নিত করুন এবং আমাদের জানান।
শেষ কথা
গ্রাম উঠলে দেশ উঠবে। আপনার মতামতের অপেক্ষায়। ধন্যবাদ!
গ্রামীন উন্নয়ন মানে দেশের উন্নয়ন।আর এ উন্নয়ন করতে গেলে প্রথমে যেটি দরকার, সেটি হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যের দিকে প্রথম নজর দেয়া।এর পরে আর্থিক উন্নতির দিকে আলোকপাত করা।
আর্থিক ভাবে জনগণ কে সবল করতে হলে কয়েকটি দিকে নজর দেয়া প্রয়োজন।যা নিম্নরূপ:
১) গ্রামীন মানুষগুলোকে নিয়ে সমবায় সমিতি গঠন করতে হবে এবং এ সমিতির মাধ্যমে মাছের চাষ, হাঁস মুরগির ফার্ম,গরু ছাগলের ফার্ম ও ক্ষুদ্র কুটির শিল্প তৈরি করে মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব।
২) মেয়ে মানুষদের অল্প ভাড়ী কাজ যেমন শেলাই,বুনন ইত্যাদিতে আকৃষ্ট করে, তাঁদের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
৩) উপরোক্ত কাজগুলোতে তৃতীয় লিঙ্গের অকেজো মানুষগুলোকে সামিল করলে এরাও
জনশক্তিতে পরিণত হবে এবং দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে।
৪) গ্রামীন এমন এমন পরিবেশ আছে যেখানে অবকাঠামো, বিদ্যুৎ ও যাতায়াতের উন্নয়ন করে দিলে সেটি পর্যটন কেন্দ্র হিসেবে চালিয়ে নেওয়া যাবে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে।
সুন্দর ধারণার জন্য বন্ধুকে অনেক ধন্যবাদ।
গ্রামীণ উন্নয়নে হচ্ছে, বাংলাদেশের উন্নয়নের মূল শক্তি। কারণ, আমাদের বেশিরভাগ লোকই গ্রামে বসবাস করে থাকে।তাই গ্রামীন জনগোষ্ঠীকে যদি আমরা উন্নয়ন করতে না পারি তাহলে, দেশ উন্নয়নের চরম শিখরে উন্নতি হতে পারেনা। গ্রাম উন্নয়নের জন্য আমাদের প্রয়োজন বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ – কালভার্ট, শিক্ষা ব্যবস্থা। মোটকথা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ব্যতিত গ্রামীণ উন্নয়ন সম্ভবপর নয়। তাই, আমরা কি পারিনা এদিকে নজর দেয়া। আসুন, সবাই মিলে একযোগে কাজ করলে গ্রামীণ অবস্থাকে উন্নয়ন ঘটানো সম্ভব ।
গ্রামের উন্নয়ন করতে হলে গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। আমরা লক্ষ করে থাকি গ্রীষ্মকালে যে লোডশেডিং হয় তার সিংহভাগই ঘটে গ্রামে। আমাদের সকলকে এ বিষয়গুলোর দিকে দৃষ্টি দিতে হবে। আসুন আমরা সবাই সচেষ্ট হই এই সমস্যাগুলো সমাধানে।প্রতিটি গ্রামের উন্নতি হলে পুরো দেশটাই উন্নত হবে।