Skip to content

দিন ২৩: সড়ক ও পরিবহন—উন্নয়নের ধমনী

দিন ২৩: সড়ক ও পরিবহন—উন্নয়নের ধমনী

প্রিয় পাঠকবৃন্দ, শুভেচ্ছা! আজ আমরা সড়ক ও পরিবহন নিয়ে আলোচনা করব।
কেন এটি জরুরি?
ভালো সড়ক ও পরিবহন ব্যবসা, শিক্ষা, আর জীবনকে সহজ করে। ঢাকার জ্যাম আমাদের সময় নষ্ট করে।
কী করতে হবে?

  • সড়ক ও সেতু উন্নত করুন।
  • গণপরিবহন বাড়ান।
  • ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করুন।
    আজকের প্রস্তাব
    আজ গণপরিবহন ব্যবহার করুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের জানান।
    শেষ কথা
    সড়ক মসৃণ হলে জীবন গতিশীল হবে। আপনার মতামত জানান। ধন্যবাদ!
Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দেবব্রত রায়
দেবব্রত রায়
2 months ago

দেশের উন্নয়নের সাথে সড়ক, সেতু ও পরিবহন ব্যবস্থা ওতোপ্রত ভাবে জড়িয়ে আছে। যেমন পদ্মা সেতুর কারনে ইদানিং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলের অনেক জিনিস ফল,মাছ
আরো অনেক দ্রব্যাদি কতো অল্প সময়ের মধ্যে
রাজধানী ঢাকা শহরে পৌঁছে যাচ্ছে।
বাংলাদেশে এমন আরও অনেক যায়গা রয়েছে যেখানে উল্লেখ করার মতো কিছু প্রয়োজনীয় জিনিস আছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে সেগুলো জনসম্মুখে আসতে পারে না। তাই সেখানে সড়ক, ও সেতুর উন্নয়ন প্রয়োজন।
গণপরিবহন কে আরো সুন্দর ও যুগোপযোগী করা আবশ্যক এবং এ পরিবহনের চালকদের
অবশ্যই ট্রেনিং প্রাপ্ত হতে হবে।
সবশেষে বন্ধুকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

Tapan Kumar Saha
Tapan Kumar Saha
2 months ago

আজকের দিনের বিষয় হচ্ছে সড়ক ও পরিবহন– উন্নয়নের ধমনী।
সড়ক ও পরিবহন একে অন্যের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। একটা দেশের মান বা উচ্চতা পরিমাপ করা যায়, দেশের সড়ক ব্যবস্থা ও পরিবহন ব্যবস্থার উন্নতি দেখে। কেননা, সড়ক ব্যবস্থা যদি উন্নত না থাকে তাহলে পরিবহন-এ দুর্ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে থাকে। এই দুর্ঘটনায়, প্রতিদিন ঝরে যাচ্ছে কত মায়ের তাজা প্রাণ । শুধু সড়ক ব্যবস্থার উন্নয়ন না থাকার কারণে। তাছাড়া, যানজট তো ঢাকা শহরে লেগেই আছে। যানজটের অন্যতম কারণ, আমি মনে করি জনসংখ্যা। ঢাকায় আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ অত্যাধিক পরিমাণ বেশি । এটা নিয়ন্ত্রণ করতে পারলে যানজট কমে আসবে বলে আমার বিশ্বাস।
এখনকার ঢাকা কিন্তু আগের মতন নয়। এখানে আছে বহু ফ্লাইওভার, এভিলেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল বা উরাল রেল। তারপরও যানজটে হিমশিম খাচ্ছে ঢাকা ।
এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে, উন্নত সড়ক বাবস্থা, উন্নত পরিবহন ব্যবস্থা এবং সেই সাথে জনসংখ্যার নিয়ন্ত্রণ।।

প্রতাপাদিত্য শর্ম্মা
প্রতাপাদিত্য শর্ম্মা
2 months ago

সড়ক মসৃণ হলে জীবন গতিশীল হবে। কথাটি শতভাগ সত্য।সড়ক ও পরিবহনের উন্নয়ন মানেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। কোন স্থানের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে স্থানটি হয়ে ওঠে শিক্ষা,শিল্প ও বাণিজ্য সমৃদ্ধ। আসুন আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে এসব উন্নয়নে অংশগ্রহণ করে অংশীদার হই সমৃদ্ধ বাংলাদেশ গঠনে।

3
0
Would love your thoughts, please comment.x
()
x